১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক

১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে

আগের সংবাদ

বাড়ল স্বর্ণের দাম

পরের সংবাদ

বরগুনায় জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

প্রকাশিত: জুন ৭, ২০২৩ , ১০:১৪ অপরাহ্ণ আপডেট: জুন ৭, ২০২৩ , ১০:১৪ অপরাহ্ণ
জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

বরগুনায় জোড়া লাগানো যমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। তাদের একজনের সঙ্গে আরেকজনের পেট জোড়া লাগানো রয়েছে।

বরগুনা শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে বুধবার (৭ জুন) বেলা সাড়ে বারোটার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারী সম্পন্ন হয়েছে।

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ গ্রামের গার্মেন্টস কর্মী বাদশার স্ত্রী মাহামুদা আক্তারকে বুধবার সকালে শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে ভর্তি করা হয়।

বেলা সাড়ে বারোটায় পটুয়াখালী মেডিকেল কলেজের গাইনী ও শিশু বিভাগের প্রধান ডা. ফাতেমা ডরোথি এবং ডা. শিলা সিজারিয়ান অপারেশন করেন। পেটে জোড়া শিশুরা সুস্থ আছেন।

শিশুদের মামা তরিকুল ইসলাম রোকন জানান, তার ভগ্নিপতি বাদশার আর্থিক অবস্থা বেশি ভালো নয়। জোড়া লাগানো যমজ শিশু নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। শিশুদের আলাদা করার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতার দাবি জানিয়েছেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়