চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর আশা নিয়ে গ্যালতিয়েরকে নিয়োগ দিয়েছিলো পিএসজি কর্মকর্তারা। কিন্তু এক ফ্রেঞ্চ লিগ ছাড়া আর কিছুই জিততে পারেননি গ্যালতিয়ের। পিএসজিকে লিগ ওয়ান জিততেও অনেক কষ্ট করতে হয়েছে তার।
তবে, শেষ পর্যন্ত গ্যালতিয়েখে বরখাস্ত করে দিলো প্যারিস সেন্ট জার্মেই কর্মকর্তারা। পিএসজি সূত্রে এ খবর জানিয়েছে ইএসপিএন।
পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় বায়ার্ন মিউনিখের কাছে হেরের পর । ফ্রেঞ্চ লিগ জিততেও অনেক কষ্ট হয় তাদের তাই গ্যালতিয়েরের ওপর আস্থা রাখতে পারেনি পিএসজি ক্লাব কর্তৃপক্ষ।
ইএসপিএন জানাচ্ছে, পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস গত মঙ্গলবার রাতেই গ্যালতিয়েরকে বরখাস্তের খবর জানিয়ে দেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।