জাতীয় ঐক্যগড়তে গণফোরামের ৭ দফা দাবি

আগের সংবাদ

আলফাডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ঘর নির্মাণের অভিযোগ

পরের সংবাদ

‘পাপী’ নিয়ে ফিরছেন শ্যামল মাওলা

প্রকাশিত: জুন ৭, ২০২৩ , ১:১৮ অপরাহ্ণ আপডেট: জুন ৭, ২০২৩ , ১:১৮ অপরাহ্ণ

ক্যারিয়ারের ব্যস্ত পর করছেন অভিনেতা শ্যামল মাওলা। বেশ কিছু ওয়েব সিরিজের কাজ করছেন তিনি।

এরই মধ্যে নিজের অভিনয় গুণে ভালো অবস্থান তৈরি করেছেন শোবিজে। ওটিটির নিয়মিত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এর মধ্যেই নতুন সুখবর দিলেন এ অভিনেতা। আবারও বড়পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন শ্যামল মাওলা। নতুন সিনেমাটির নাম ‘পাপী’। এটি পরিচালনা করবেন নির্মাতা সুলতান মজুমদার। সিনেমাটিতে শ্যামল মাওলার সঙ্গে জুটি হয়েছেন স্নিগ্ধা ও জিম।

নির্মাতা জানিয়েছেন, এটি মুলত একটি থ্রিলার সিনমা হতে যাচ্ছে। সিনেমাটিতে দর্শক ভিন্ন কিছু পাবে। পাশাপাশি এরই মধ্যে অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন শ্যামল মাওলা। সব কিছু মিলেয়ে দর্শক চমৎকার একটি সিনেমা দেখতে পারবেন।

জানা গেছে, আগামী ১৫ জুন শুরু হবে সিনেমাটির শুটিং।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়