রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়ি স্টাফ কোয়ার্টাস এলাকায় একটি প্রাইভেট কার থেকে দুজনের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) সকালে মরদেহ উদ্ধার করা হয়।
আজ বুধবার (৭ জুন) দুপুরে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাইভেট কার থেকে দেলোয়ার হোসেন মোল্লা (৫৩) ও মৌসুমী আক্তার রানী (৪১) নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদনে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।