জোটের মতবিনিময় সভায় শ্যামল দত্ত
ধমনীর রক্ত যদি না থাকে তাহলে শরীরে মেকআপ করে কি লাভ? এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, জাতিকে বাঁচাতে হলে জাতীয় জাগরণ তৈরি করতে হবে। আর এই জাগরণ তৈরিতে আমাদের শেষ ভরসাস্থল আওয়ামী লীগ তার কাছেই চাইতে হবে।
জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে কমপক্ষে ১ শতাংশ বরাদ্দের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট আজ বুধবার (৭ জুন) দুপুরে শিল্পকলা একাডেমির সেমিনার হলে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, ড. মুহাম্মদ সামাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরমিন্দ নীলোর্মী ও জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশানের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।