সংসদে প্রধানমন্ত্রী
বর্তমানে কৃষি উপকরণ সহায়তা কার্ডধারী কৃষকের সংখ্যা প্রায় দুই কোটি।তবে সব কৃষককে স্মার্ট কৃষি কার্ড দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার (৭ জুন) জাতীয় সংসদে এমপি হাবিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলো।
তিনি বলেন, মাত্র ১০ টাকার খোলা ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা এখন প্রায় এক কোটি। যার মাধ্যমে কৃষকরা ফসল উৎপাদনের ঋণ ও কৃষি উপকরণ সহায়তা পেয়ে থাকেন। এর সঙ্গে সেচকাজে ব্যবহৃত বিদ্যুৎ বিলে ২০ শতাংশ হারে রিবেট দেয়া হচ্ছে।
এছাড়া, প্রাণিজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে গবাদিপশু ও হাঁস-মুরগির টেকসইজাত উন্নয়ন এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে স্মার্ট লাইভস্টক সেক্টর গঠন ও উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা নেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।