পুরান ঢাকার ডিআইটি পুকুর দখলমুক্ত করা হবে

আগের সংবাদ
মেয়র আবদুল কাদের মির্জা

‘শেখ হাসিনাকে নয় ড. ইউনুসকে ক্ষমতায় বসাতে চায় যুক্তরাষ্ট্র’

পরের সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

উল্লেখযোগ্য সংখ্যক এফ-১৬ যুদ্ধবিমান পাবে ইউক্রেন

প্রকাশিত: জুন ৭, ২০২৩ , ৪:৫০ অপরাহ্ণ আপডেট: জুন ৭, ২০২৩ , ৪:৫০ অপরাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ এফ-১৬ যুদ্ধবিমান পাবে তার দেশ।

কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, ‘তথ্য পেয়ে আমি খুব আনন্দিত, আমার একটি সুখের দিন। সাধারণত আমাদের একবারে এক বা দুটির (যুদ্ধবিমান) জন্য আলোচনা করতে হয়, কিন্তু এখন আমরা একটি উল্লেখযোগ্য অফার পেয়েছি।’

তিনি আরও বলেন, এই চুক্তির জন্য এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতি প্রয়োজন, কারণ তারা এফ-১৬ তৈরি করে এবং এখনো কোনো বিবরণ বা সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে গত ১৭ মে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ এবং ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ‘জেট ফাইটার কোয়ালিশন’ গঠন করতে সম্মত হয়েছে। এখন পর্যন্ত এই উদ্যোগে আটটি ইউরোপীয় দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়