×

সারাদেশ

৩ জনের ফাঁসির রায় ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১১:০২ পিএম

৩ জনের ফাঁসির রায় ঘোষণা

মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামে সামাজিক দলাদলির জেরে কৃষক সাহেব আলি হত্যাকাণ্ডের রায়ে তিনজনের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন একই গ্রামের আবদুস সবুর, হাবিবুর রহমান ও বুলু মিয়া। মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক ফারজানা ইয়াসমিন মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন।

২০০২ সালের ৮ মার্চ ভোরবেলা শালিখা উপজেলার কোটভাগ গ্রামের আমজাদ আলি বিশ্বাসের ছেলে সাহেব আলি কৃষি কাজের জন্যে মাঠে যাওয়ার সময় সামাজিক দলাদলি ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নির্মমভাবে খুন হন। এ ঘটনার পর নিহত কৃষক সাহেব আলির বাবা শালিখা থানায় ৩৬কে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর যাবতীয় সাক্ষ্যপ্রমাণাদি শেষে বিচারক তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন ও মামলার অন্য আসামিদের বেকসুর খালাস প্রদান করেন।

এই রায়ে সরকারি পক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চতর আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App