×

শিক্ষা

দেশে প্রাথমিক স্কুলে শূন্যপদ ৩৭ হাজার ৯২৬টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৫:২২ পিএম

বর্তমানে বাংলাদেশে ৬৬ হাজার ৫৬৬টি প্রাথমিক স্কুল রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

মঙ্গলবার (৬ জুন) জাতীয় সংসদে এমপি পীর ফজলুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, দেশের প্রাথমিক স্কুলে শিক্ষক রয়েছেন ৪ লাখ ২৭ হাজার ৯৭১ জন। এর মধ্যে প্রধান শিক্ষক রয়েছেন ৬৫ হাজার ৫৫৩ ও সহকারী শিক্ষক ৩ লাখ ৬২ হাজার ৪১৮  জন।

সরকারি প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষক রয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৪৫ জন। এর মধ্যে প্রধান শিক্ষক ৩৫ হাজার ৬৯৫ ও সহকারী শিক্ষক ৩ লাখ ৫৪ হাজার ৩৫০ জন।

পক্ষান্তরে, শূন্যপদের সংখ্যা মোট ৩৭ হাজার ৯২৬টি, যার মধ্যে প্রধান শিক্ষক ২৯ হাজার ৮৫৮টি ও সহকারী শিক্ষকের শূন্য পদ ৮ হাজার ৬৮টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App