×

জাতীয়

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন চিত্রনায়ক ফেরদৌস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৬:৩২ পিএম

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন চিত্রনায়ক ফেরদৌস
আ.লীগের মনোনয়ন ফরম নিলেন চিত্রনায়ক ফেরদৌস
আ.লীগের মনোনয়ন ফরম নিলেন চিত্রনায়ক ফেরদৌস
ঢাকা-১৭ আসনের (গুলশান-বনানী ও ভাটারা) উপনির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি দলটির কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া আরো ২১ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। জানা গেছে, সংসদ সদস্য প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৭ জুলাই এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে প্রার্থী হতে চিত্রনায়ক ফেরদৌস আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন। জানা গেছে, দলের হাই কমান্ডের পরামর্শেই তার পক্ষে মনোনয়ন ফরম তোলা হয়। চিত্রনায়ক ফেরদৌস একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সারাদেশে প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী জনসভায়ও বক্তব্য রেখেছেন তিনি। এরপর থেকে আওয়ামী লীগের বিভিন্ন জনসভা ও রাজনৈতিক কর্মসূচিতে চিত্রনায়ক ফেরদৌসের সরব উপস্থিতি দেখা গেছে। চিত্রনায়ক ফেরদৌসআসনটিতে এমপি হতে আরো যারা মনোনয়ন ফরম নিয়েছেন তারা হলেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোঃ ওয়াকিল উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একাংশের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি একেএম জসিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আবদুল হাফিজ মল্লিক, এফবিসিসিআইয়ের সভাপতি মোঃ জসিম উদ্দিন, প্রয়াত সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের ছেলে রৌশন হোসেন পাঠান ও চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক সহ বেশ কয়েকজন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App