×

জাতীয়

ডেঙ্গু পরিস্থিতিতে মৃত্যুশূন্য দিনে রোগী ৯৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৭:৩৬ পিএম

দেশে গত ২৪ ঘন্টার ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে।‌ মৃতের তালিকায় নতুন করে যুক্ত হয়নি কোনো সংখ্যা।

মঙ্গলবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৬ জন।‌

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্ত ৯৬ জনের মধ্যে ৮৯ জন ঢাকার এবং ৭ জন ঢাকার বাইরের রোগী। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১৩ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ৩৫২ জন আর অনান্য বিভাগে ভর্তি ৬১ জন।

সোমবার ১০১ জন, রবিবার ৯৭ জন, শনিবার ১৪১ জন, শুক্রবার ৪ জন, বৃহস্পতিবার ১১২ জন, বুধবার ৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ১ জানুয়ারি থেকে ৫ জুন সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৫৭৩ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের।

মাসভিত্তিক বিশ্লেষণে জানুয়ারি মাসে রোগীর সংখ্যা ছিলো ৫৬৬ জন ও মৃত্যু হয়েছে ৬ জনের। ফেব্রুয়ারি মাসে রোগী ১৬৬ জন ও ৩ জনের মৃত্যু, মার্চ মাসে রোগী ছিলো ১১১ জন। তবে চলতি মাসে কারোর মৃত্যু হয়নি। এপ্রিলে ১৪৩ জন রোগী ও ২ জনের মৃত্যু আর মে মাসে রোগীর সংখ্যা ছিলো ১ হাজার ৩৬ জন। আর মৃত্যু হয়েছে ২ জনের। ৫ জুন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৫৫১ জন। আর মৃতের তালিকায় যুক্ত হয়েছে ৪ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App