×

বিনোদন

আসছে ঋতুপর্ণার ‘দত্তা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৬:৫৭ পিএম

আসছে ঋতুপর্ণার ‘দত্তা’

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

আসছে ঋতুপর্ণার ‘দত্তা’

ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস ‘দত্তা’। ১৯১৮ সালে রচিত এই উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে একাধিক চলচ্চিত্র। এই উপন্যাস অবলম্বনে নির্মল চক্রবর্তী নির্মাণ করেছেন দত্তা সিনেমা। আগামী ১৬ জুন মুক্তি পাবে এটি। এ সিনেমায় বিজয়া চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে বিজয়া চরিত্র রূপায়ণ করেছেন সুচিত্রা সেনের মতো বরেণ্য অভিনেত্রী। আর সেই চরিত্রে অভিনয় করার আগে বুক কেঁপেছে কিনা? সম্প্রতি এমন প্রশ্নের জবাবে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘সুচিত্রা সেন বা সুনন্দা দেবী দত্তা করেছেন। সুনন্দা দেবী দত্তার সময় আমার জন্ম হয়নি। সুচিত্রা সেন দত্তার সময়ে আমার জন্ম হয়েছে। কিন্তু এত ছোট ছিলাম, আমার মনেও নেই, পরে দেখেছি। তিনি মহানায়িকা। তার সঙ্গে তুলনাও ধৃষ্টতার।’ বিষয়টি আরো ব্যাখ্যা করে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘দত্তা’ একটা চিরন্তন উপন্যাস। এর যে বিষয় এবং বিজয়ার চরিত্র অত্যন্ত প্রাসঙ্গিক, সেই সময় থেকে এই সময়েও। সেই সমাজেও কিন্তু বিজয়ার চরিত্র স্বতন্ত্র। একটা সোসাইটিতে কীভাবে নিজের জায়গা করে একজন নারীর ভয়েস অনেক দূর যেতে পারে, সেই দিনে দাঁড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। পুরো সোসাইটি এবং ব্রাহ্মসমাজের বিপ্রতীপে গিয়ে সে নিজের ব্যক্তিসত্তাকে প্রতিষ্ঠিত করেছিল। আমার কাছে ‘দত্তা’ চিরকালীন। আজকের দিনে দাঁড়িয়ে বিজয়ার মতো চরিত্র ঘরে ঘরে প্রয়োজন। আজকের পরিপ্রেক্ষিতেও ভীষণ বিশ্বাসযোগ্য এবং প্রাসঙ্গিক চরিত্র এটি।’ সিনেমায় ঋতুপর্ণা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, জয় সেনগুপ্ত, প্রদীপ মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী এবং দেবলীনা কুমার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App