বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরার মাদরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি হেরোইন ও ৪ বোতল এলএসডি সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরার মাদরা সীমান্ত দিয়ে মাদকের একটি চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এই খবর পাওয়ার পর কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে বিজিবির একটি দল কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের চান্দা এলাকায় গোপনে অবস্থান নেয়। পরবর্তীতে আভিযানিক দল সেখনে অভিযান চালিয়ে ৪ বোতল (প্রতি বোতল ১০০ এমএল) ভারতীয় এলএসডি এবং ১ কেজি হেরোইনসহ মোঃ হাসানুজ্জামানকে (৪০) আটক করে।
হাসানুজ্জামান সাবেক ইউপি সদস্য। তার পিতার নাম মো. কিসমত আলী। সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চান্দা গ্রামের অধিবাসী। এই ঘটনায় কলারোয়া থানা মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।