জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে কমপক্ষে ১ শতাংশ বরাদ্দের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট বুধবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির সেমিনার হলে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, ড. মুহাম্মদ সামাদ, ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক শ্যামল দত্ত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরমিন্দ নীলোর্মী ও জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশানের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।