সাতক্ষীরায় এলএসডি মাদক ও হিরোইনসহ সাবেক ইউপি সদস্য আটক

আগের সংবাদ

প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির

পরের সংবাদ

রামগড়ের ইটভাটায় জরিমানা

প্রকাশিত: জুন ৬, ২০২৩ , ৮:৪২ অপরাহ্ণ আপডেট: জুন ৬, ২০২৩ , ৮:৪২ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় পৌরসভার এক ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট মানস চন্দ্র দাস অভিযান চালিয়ে ইটভাটায় এ জরিমানা করেন।

লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) ব্যবহার ও ভাটায় জ্বালানী হিসেবে বনের কাঠ ব্যবহার করায় উপজেলার সদুকার্বারী পাড়া এলাকায় মেসার্স নুরজাহান ব্রিকসের মালিক আবদুল মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট জানান, ইটভাটার লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) ব্যবহার ও ভাটায় জ্বালানী হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারার লংঘন করায় ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৪, ১৫ এবং ১৬ ধারা মতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলায় আইন অমান্যকারী প্রতিটি ইটভাটাকে আইনের আওতায় আনা হবে।

টিএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়