প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লোডশেডিং রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

আগের সংবাদ

চট্টগ্রাম মিলিটারী একাডেমীর দীর্ঘমেয়াদি কোর্স শেষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ

পরের সংবাদ

মিথ্যাচার করলেন ঊর্বশী

প্রকাশিত: জুন ৬, ২০২৩ , ৫:৪৫ অপরাহ্ণ আপডেট: জুন ৬, ২০২৩ , ৫:৪৫ অপরাহ্ণ

বলিউডের এক সময়ের চর্চিত নায়িকার বায়োপিকে অভিনয় করছেন বলে জানিয়েছিলেন ঊর্বশী রাউতেলা। কিন্তু অভিনেত্রীর এই ঘোষণা নাকি ভিত্তিহীন। স্বাভাবিক ভাবেই ঘোষণার পর থেকেই ঊর্বশী খবরের শিরোনামে উঠে এসেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে পারভীনের বায়োপিকের ঘোষণা করে ঊর্বশী লিখেছেন, ‘বলিউড আপনাকে ব্যর্থ করেছে, কিন্তু আমি আপনাকে গর্বিত করব পারভীন। নতুন সফরের জাদুতে বিশ্বাস রাখুন।’ চিত্রনাট্যের একটি পাতার ছবিও শেয়ার করেন অভিনেত্রী। সেখানে স্পষ্ট লেখা রয়েছে পরিচালকের নাম। সেই ভূমিকায় ওয়াসিম এস খান। ধীরাজ মিশ্র লিখেছেন চিত্রনাট্য। এর আগে ৭৬তম কান উৎসবে গিয়েও ছবিটির কথা বলেছিলেন তিনি। তার দাবি ছিল, এই ছবির ফটোকল লঞ্চের জন্যই তিনি উৎসবে এসেছেন। যদিও তখন ছবি সংশ্লিষ্ট কোনও নির্মাতা-কুশলী বা প্রযোজকের উপস্থিতি সেখানে ছিল না। জানা গেছে, পারভীন ববির বায়োপিকের খবরটি একেবারে ভিত্তিহীন। অর্থাৎ উর্বশী মিথ্যাচার করছেন। এটাই প্রথম নয়, এর আগেও সিনেমা নিয়ে মিথ্যাচার করেছেন উর্বশী। কিছু দিন আগে তিনি জানান, সুপারহিট কন্নড় ছবি ‘কানতারা’র দ্বিতীয় পর্বে অভিনয় করবেন তিনি। কিন্তু পরে তার দাবিটি মিথ্যা প্রমাণিত হয়। অনেকেই বলছেন, ‘উনি বলতেই পারতেন যে পরভীনের বায়োপিকের কথা ভাবছেন বা তার চরিত্রে অভিনয় করতে চান। কিন্তু সেটা না করে সরাসরি একটা মিথ্যে খবর ছড়িয়ে দিলেনা তিনি।

টিএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়