ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

আগের সংবাদ

ভোটের লড়াইয়ে ট্রাম্পের নতুন প্রতিদ্বন্দ্বী পেন্স

পরের সংবাদ

ঝিকরগাছায় পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ে চেয়ার বিতরণ

প্রকাশিত: জুন ৬, ২০২৩ , ৮:৫৫ অপরাহ্ণ আপডেট: জুন ৬, ২০২৩ , ৮:৫৫ অপরাহ্ণ

মঙ্গলবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিষদের হল রুমে পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ে চেয়ার বিতরণ করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আলহাজ্ব খাইরুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যেদের বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল বারি, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ইউপি সদস্য আব্দুর রব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মাসুম বিল্লাহ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউনিয়নপরিষদের এডিপির বরাদ্দ থেকেসাতটি করে চেয়ার দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়