গোপন বৈঠক চলাকালে বনানী-ওয়্যারলেস গেট নবাবী রেস্টুরেন্টে বনানী থানা জামায়াতে ইসলামীর আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রাফিসহ জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ওয়্যারলেস গেটের একটি রেস্টুরেন্টে গোপন মিটিংয়ের সময় বনানী থানার জামায়াতে আমিরসহ ১০ জনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।