×

জাতীয়

৩৬ লাখ ৭০ হাজারের বেশি মামলা বিচারাধীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৫:৪০ পিএম

বর্তমানে দেশে অধস্তন আদালতগুলোয় চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মোট ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (৫ জুন) এমপি আবুল কালাম আজাদের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। আইনমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে দেওয়ানী মামলার সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ১৬০টি ও ফৌজদারি মামলার সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ৫১০টি। এর মধ্যে শুধু ঢাকা জেলায় বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৩৩টি।

গণফোরামের সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের প্রেক্ষিতে গণমাধ্যমে আইনমন্ত্রী জবাব দেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ৩১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ৭০০১টি মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App