×

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে গোপন বৈঠকে ২৪ দেশের গোয়েন্দা প্রধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০১:১৯ এএম

সিঙ্গাপুরে গোপন বৈঠকে ২৪ দেশের গোয়েন্দা প্রধান

বিশ্বের প্রায় ২৪টি দেশের গোয়েন্দা প্রধানরা সিঙ্গাপুরে একটি গোপন বৈঠক করেছেন। দেশটিতে এশিয়ার প্রতিরক্ষা প্রধানদের শাংরি-লা ডায়ালগ শীর্ষক বৈঠকের আগে গোয়েন্দা প্রধানদের এ বৈঠক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচটি সূত্রের বরাতে রবিবার (৪ জুন) এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

এতে বলা হয়, শাংরি-লা বৈঠক ২-৪ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। এর মধ্যেই শনিবার আলাদা একটি ভেন্যুতে বিশ্বের গোয়েন্দা প্রধানদের ওই বৈঠকের আয়োজন করে সিঙ্গাপুর সরকার। তবে এ বৈঠকের কথা গণমাধ্যমে প্রকাশিত হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনটেলিজেন্সের পরিচালক এভ্রিল হেইন্স। এছাড়া, এ বৈঠকে চীনের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। যদিও বিশ্বের শক্তিধর এই দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিরোধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App