×

জাতীয়

কাফরুলকাণ্ডে অভিযুক্ত হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১২:০০ এএম

মিরপুরে কাফরুলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সোহেল (৩১) নামে এক যুবককে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

রবিবার (৪ জুন) রাত পৌনে ১০টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।

আহত সোহেল দাবি করে জানান, তার বাসা মিরপুর ১৩ নম্বর সেকশনের মন্দিরের পাশে। কাফরুলে তার হার্ডওয়ার ব্যবসা রয়েছে। তার মোবাইলে ফেসবুক আইডির নাম এমডি সোহেল। কে বা কারা ফেসবুক হ্যাক করে রাসূল (সা.) এর নামে কটূক্তি করে পোস্ট করেছে। এর জের ধরে এলাকাবাসী তাকে মারধর করে ও ছুরিকাঘাত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন ফয়েজ বলেন, মিরপুর পুলিশ কনভেনশন হলের সামনে একটি মারামারির ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এক লোককে মারধর করতে থাকে। পরে তাকে জনতার হাত থেকে রক্ষা করে হাসপাতালে নিয়ে আসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App