চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহাদ আলী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে শিশুটির মা রুমি বেগমসহ (৩৫) পাঁচজন ব্যক্তি। নিহত শিশু শিবগঞ্জ পৌর এলাকার বড় চক মহল্লার সোহেল রানার ছেলে। রোববার (৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আহাদ ও তার মা রুমি বেগমসহ কয়েকজন যাত্রী ভটভটি যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ আসছিলেন। এসময় সোনামসজিদগামী একটি কার্ভাডভ্যান যাত্রীবাহী ভটভটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আহাদ। গুরুতর আহত হয় শিশুটির মাসহ পাঁচজন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।