এক সময় শিশুশিল্পী এখন বড়পর্দায় পুরোপুরি নায়িকা। এখানে বলা হচ্ছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির কথা। নায়িকাদের প্রেম-বিয়ে নিয়ে জানতে প্রচণ্ড আগ্রহ থাকে ভক্তদের।
বিয়ে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় দীঘিকে।
গত শুক্রবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে সংগীতশিল্পী ফাতিমা তুজ জোহরা ঐশী ও মডেল-অভিনেতা আরেফিন জিলানী সাকিবের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।
এদিন নিজের বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দীঘি বলেন, আমার মনে হয় এটা আমাকে ৫-৭ বছর পর জিজ্ঞেস করলে একটা ডেট বলতে পারব। আপাতত বলতে পারছি না।
তিনি আরো বলেন, সব সময় শুটিংয়ের জন্য সাজি, আজ একান্ত নিজের জন্যই সেজেছি। তবে বউ সাজাটা বেশ আনন্দের। যেভাবেই বউ সাজানো হোক না কেন, কেউ যদি সেজে বলে আমি বউ—এটি বললেই মনে হয় সুন্দর লাগে।
দীঘি জানান, কোনো বিয়ের দাওয়াতে এসেছি অনেক দিন পর । অনেকের সঙ্গেই দেখা হলো, বেশ ভালো লাগছে। নবদম্পতির জন্য অনেক অনেক শুভকামনা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।