পরিবেশ রক্ষা করা এখন মানুষের অস্তিত্বের বিষয়

আগের সংবাদ

সাব্বিরের ডাবল সেঞ্চুরি

পরের সংবাদ

দুদিনের সফরে ঢাকায় ভারতের সেনাপ্রধান

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ৩:০১ অপরাহ্ণ আপডেট: জুন ৫, ২০২৩ , ৩:০১ অপরাহ্ণ

দুদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। ভারতীয় হাই কমিশন সোমবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে ৫ ও ৬ জুন বাংলাদেশ সফর করছেন ভারতের সেনাপ্রধান। এ সময় বাংলাদেশ মিলিটারি একাডেমি, চট্টগ্রামে পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন তিনি। এ ছাড়া সফরকালে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এর মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে যারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের সেনাপ্রধান।

সফরকালে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন মনোজ পান্ডে। সেখানে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে পর্যালোচনা করবেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়