গলায় গুলি করে রোহিঙ্গা যুবককে হত্যা

আগের সংবাদ

পরিবেশ রক্ষা করা এখন মানুষের অস্তিত্বের বিষয়

পরের সংবাদ

ঢাকেশ্বরী মন্দিরে স্বর্ণ চুরি, তিন আসামির ৮ বছর কারাদণ্ড

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ২:৩৭ অপরাহ্ণ আপডেট: জুন ৫, ২০২৩ , ২:৩৮ অপরাহ্ণ

এক যুগ আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ২০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় করা মামলায় তিন আসামিকে ৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন- গরীবউল্লা ওরফে আসলাম, মুনির ওরফে মনিরুল ও মোহাম্মদ মনির।

আজ সোমবার (৫ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন- শাহ আলম, সুরুজ আহমেদ ও সেলিম।

এদিকে ৬ আসামিই রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। মামলাটির বাদীপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী শ্যামল কুমার ভোরের কাগজকে বলেন, দুই যুগ পর আমরা মামলার রায় পেলাম। তিনজনের ৮ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া বাকি তিনজনকে খালাস দেয়া হয়েছে। খালাস দেয়ায় আমরা সন্তুষ্ট নই। মামলার নথিপত্র পেলে পরবর্তী ব্যবস্থা নিব।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৮ জানুয়ারি রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রায় ২০০ ভরি স্বর্ণ, নগদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা এবং পাঁচ-ছয় ভরি রুপা চুরি হয়। এ ঘটনার পরদিনই রাজধানীর চকবাজার থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন তৎকালীন মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা।

পরে তদন্ত শেষে ২০১৩ সালে ৬ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ। মামলাটিতে ২৩ জনের মধ্যে ৯ জন সাক্ষ্য দিয়েছেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়