চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আরো পাঁচজন নিখোঁজ হন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য দিয়েছে।
দেশটির ওই প্রদেশের দক্ষিণাঞ্চলের লেশান শহরের কাছে একটি পার্বত্য এলাকায় রবিবার স্থানীয় সময় সকাল ছয়টার দিকে এই ভূমিধসের ঘটনা ঘটে।
সিসিটিভি জানিয়েছে, ১৮০ জনের বেশি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। চীনের আবহাওয়া সংক্রান্ত তথ্য থেকে জানা গেছে, ভূমিধসের আগে গত দুদিন ধরে লেশান শহরে ভারি বৃষ্টি হয়েছিল।
দক্ষিণ-পশ্চিম চীনে ভারী বৃষ্টিপাতের ঘটনায় সেখানকার শত শত বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। কারণ, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৩শটিরও বেশি দুর্যোগ সতর্কতার বার্তা জারি করেছে।
গ্লোবাল টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, প্রাদেশিক দুর্যোগ ও ত্রাণ কর্তৃপক্ষ জানিয়েছে যে মঙ্গলবার থেকে সিচুয়ান প্রদেশের গুয়াংইয়ুয়ান, নানচং, দাঝৌ ও বাজহং কাউন্টিতে বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে ১১৮১টি পরিবারের ২৫৫২ জনকে নিরাপদ স্থানে স্থানান্তর করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।