পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন এলাকায় পৃথকভাবে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
নিহত তিন শিশুরা হল গজালিয়া ইউনিয়নের হরিদেব পুর গ্রামের জুবায়ের (৪), গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের মাইনুল ইসলাম (৩) এবং গলাচিপা সদর ইউনিয়নের লোন্দা গ্রামের হেলাল মাতুববরের ছেলে প্রতিবন্ধী তামিম মাতুববর (১০)।
সূত্র জানায়, গজালিয়া ইউনিয়নের হরিদেব পুর গ্রামের জুবায়ের মৃধার বাবা ও মা সকালে ঘরে কাজ-কর্মে ব্যস্ত ছিলেন। এ সময় সকলের চোখ ফাঁকি দিয়ে পুকুরে পাড়ে যায় জুবায়ের। ওই সময় জুবায়েরের মা তাকে খুজঁতে গিয়ে পুকুরে পুত্রের মরা দেহ ভাসতে দেখতে পায়।
গোলখালী ইউনিয়নের মাইনুল ইসলামকে তার বাবা নানা বাড়িতে রেখে গ্রামের বাড়িতে চলে যায়। এ সময় নানা বাড়ির পাশের ডোবায় পরে মাইনুল ইসলাম ঘটনা স্থলেই মারা যান।
অপরদিকে সদর ইউনিয়নের লোন্দা গ্রামের তামিমের বাবা প্রতিদিনের মতো জীবিকার তাগিদে অন্যের কাজ করতে যান। একই সময় তার মা-ও গরু চড়াতে পাশের বিলে যান। এ সময় বাড়ির পাশের খালে পরে প্রতিবন্ধী তামিম মারা যায়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, সকাল থেকে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।