বিচারপতিকে এসপির ফোন, ক্ষুব্ধ হাইকোর্ট

আগের সংবাদ

ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪

পরের সংবাদ

এক যুগে দেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ৫:০৩ অপরাহ্ণ আপডেট: জুন ৫, ২০২৩ , ৫:৩২ অপরাহ্ণ

১ যুগে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। বাজারে মূল্যবৃদ্ধির বিরূপ প্রভাবের কারণে চলতি অর্থবছরের মে মাসে সাধারণ মূল্যস্ফীতি বাংলাদেশে গড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ হয়েছে, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১১ সালের মে মাসে ছিল ১০ দশমিক ২ শতাংশ মূল্যস্ফীতি।

সোমবার (৫ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া মে মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমনটাই বলা হয়েছে।

যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৭৮ শতাংশ। মার্চ মাসে আবারো মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশে উপনীত হয়। এপ্রিলে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা আশাব্যঞ্জক ছিল না। তখন সার্বিক বা সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়