গলাচিপায় পনিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আগের সংবাদ

প্রথম দিনে ২ লাখ ৮০ হাজার টন পেয়াঁজ আমদানির অনুমোদন

পরের সংবাদ

আলীকদমে বজ্রপাতে শিশু নিহত

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ৮:৪০ অপরাহ্ণ আপডেট: জুন ৫, ২০২৩ , ৮:৪০ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলায় ২নং চৈক্ষ্যং ইউনিয়নে নিজ বাড়ির সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আয়েশা ছিদ্দিকা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে আলীকদম উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড আবুল কায়েম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত আয়শা ছিদ্দিকা (৭) সে আবুল কাশেম পাড়া গ্রামের রুহুল কাদেরের মেয়ে।

ইউপি সদস্য রুহুল আমিন মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, বিকেল চারটা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর বাতাস হচ্ছিল। বাতাসের কারণে বাড়ির সামনে আম ঝরে পড়ে এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যায়। বাড়ির সামনের আমগাছসহ ভেঙ্গে পড়ে।

২ নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,খবর পেয়ে নিহত আয়েশা ছিদ্দিকার পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাদের সহায়তার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো. সোয়াইব বলেন, বৃষ্টি কম হলে বজ্রপাতে নিহত শিশুর পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে সহায়তা করা হবে এ বিষয়ে প্রস্তুতি চলছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়