×

জাতীয়

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৫:৫০ পিএম

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’- এমন বক্তব্যকে আদালত অবমাননা উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট শাহ আহমদ বাদল গতকাল রবিবার এ মামলা দায়ের করেন।

বিষয়টি তিনি নিশ্চিত করে তিনি বলেন, মেয়র তাপসের ‘প্রধান বিচারপতি নিয়ে মন্তব্য’ আপিল বিভাগের নজরে আনা হয়েছিল। আপিল বিভাগ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছি। আদালত অবমাননামূলক বক্তব্যের কারণে মেয়র তাপসকে আদালতে তলব করার নির্দেশনা চাওয়া হয়।

গত ২১ মে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মেয়র শেখ ফজলে নূর তাপস মন্তব্য করেন, ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে। মনটা চায় আবার ইস্তফা (মেয়র পদ) দিয়ে ফিরে আসি। যেখানে মুগুর দেয়ার সেটিও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। গত নির্বাচনের সাব-কমিটির আহ্বায়ক মশিউজ্জামানকে মনে করতাম ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যেসব সুশীল আমাদের বুদ্ধি দিতে যাবেন, সেসব সুশীলকে আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেবো।

এমন বক্তব্য গত ২৪ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নজরে এনেছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে ওদিন বক্তব্যটির অংশবিশেষ পড়ে শুনান আমীর-উল ইসলাম। ওসময় এম আমীর-উল ইসলাম প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেছিলেন, সংক্ষুব্ধ। বাংলাদেশের জনগণ বিচার বিভাগের দিকে তাকিয়ে থাকে। মেয়র বলেছেন একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম, মানবজমিনে এসেছে। গর্ব করে, যা দুর্ভাগ্যজনক। এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছিলেন, আমরা একটু দেখি। তারপর কী করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব। এখন কোর্টের কাজ করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App