×

আন্তর্জাতিক

দোষীদের কঠোর শাস্তি দেবেন মোদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৯:০৮ পিএম

ভারতের ওড়িশা প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনাস্থল পরিদর্শন শেষে এ দুর্ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন তিনি। পরে তিনি আহতদের খোঁজ নিতে হাসপাতালে যান এবং প্রতিশ্রুতি দেন- তার সরকার আহতদের চিকিৎসায় কোনো ছাড় দেবে না।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জন নিহতের খবর এসেছে। এছাড়া, আহত হয়েছে আট শতাধিক মানুষ। এরই মধ্যে উদ্ধার অভিযান শেষ হয়েছে। কর্মকর্তারা বলছেন, আটকে পড়া ও আহত যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ওড়িশার এ দুর্ঘটনা ভারতে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসির।

দক্ষিণ-পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা কেএস আনন্দ বলেন, এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে, সিগন্যাল ব্যর্থতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App