×

সারাদেশ

গাইবান্ধায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ১০:২৮ পিএম

গাইবান্ধায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তর
গাইবান্ধায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তর

আন্তঃজেলা বিদেশি মুদ্রা উদ্ধার

গাইবান্ধায় বিদেশি মুদ্রা চক্রের সদস্য মো. বাবলু মিয়া ক্যারাইসি বাবু (৩৫) ও শামীম মিয়া (২৯) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ওমান রাষ্ট্রের ১০০ বাইসাসহ আরো ১০২ নোট জব্দ করা হয়। প্রতিটি বাইসা বাংলাদেশের ২৩ টাকার সমমান।

রবিবার (৪ জুন) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান। গ্রেপ্তারকৃত বাবলু মিয়া সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ হাটবামুনি গ্রামের লাল মিয়ার ছেলে ও শামীম মিয়া গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ সরকারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা বিদেশি মুদ্রা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা গাইবান্ধা সদর থানাসহ জেলার সকল উপজেলায় সাধারণ জনগণকে প্রলোভন দয়ে বিভিন্ন রাষ্ট্রের মুদ্রা দেখিয়ে প্রতারণার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। এরই ধারাবাহিকতায় বাবলু মিয়া ও শামীম মিয়া ১৫ মে দুপুর আড়াইটার দিকে গাইবান্ধা শহরের নিউ গোধূলী হোটেলের অপর পাশে ভিকটিম আলম মিয়াকে ওমান রাষ্ট্রের ১০০ বাইসা দেওয়ার নামে ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে ভুক্তভোগি গাইবান্ধা থানায় গাইবান্ধা সদর উপজেলার দক্ষিন হরিনসিংহা গ্রামের মো. নুরুল হরে ছেলে মো. এনামুলসহ চারজনের নামে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে এনামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ওমান রাষ্ট্রের ১০০ বাইসাসহ আরো ১০২ টি নোটসহ প্রতারণার ৪০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। কিন্ত পুলিশ আসার আগেই এনামুল গা ঢাকা দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, এই চক্রের সাথে জড়িত অন্যদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জনাব আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), শুভ্র দেব, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ (সদর থানা)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App