×

সারাদেশ

আনোয়ারুজ্জামানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ১০:০২ এএম

আনোয়ারুজ্জামানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে নগরের মির্জাজাঙ্গালে কার্যালয়টি মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, শফিউল আলম চৌধুরী নাদেল।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খানসহ সিলেট জেলা মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এছাড়া সিলেটের ১৪ দলীয় নেতারা ও ৪২টি ওয়ার্ডের নেতাকর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা জেবুন্নেছা হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট মহানগরীর উন্নয়নের জন্য আনোয়ারুজ্জামানকে মনোনয়ন দিয়েছেন। তাকে জয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে জয় নিশ্চিত করতে হবে।

আহমদ হোসেন বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন কোনো মামুলি নির্বাচন নয়। কারণ, কয়েক মাস পরই জাতীয় নির্বাচন। সারা পৃথিবী যখন মন্দাভাব, করোনা মহামারি, যুদ্ধবিগ্রহে অস্থির; তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন স্থিতিশীলতা অক্ষুণ্ন আছে।

সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। তাই আগামী নির্বাচনে জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করাতে কাজ করতে হবে। নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন শেখঘাট জামে মসজিদের ইমাম মাওলানা সাদিক আহমদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App