মেসি-রামোসের বিদায়ী ম্যাচে পিএসজির হার

আগের সংবাদ

সকালের নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

প্রধানমন্ত্রী

রেল যোগাযোগ উন্নয়নে ব্যবস্থা নেয়া হচ্ছে

প্রকাশিত: জুন ৪, ২০২৩ , ১১:১৩ পূর্বাহ্ণ আপডেট: জুন ৪, ২০২৩ , ১১:৫৪ পূর্বাহ্ণ

সরকার সারাদেশে রেল যোগাযোগ উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

রবিবার (৪ জুন) গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ ও যাত্রীসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে একদিকে দ্রব্যমূলের উর্ধ্বগতি অন্যদিকে বিদ্যুৎ সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। আমরা চেষ্টা করছি দ্রুত কিভাবে এই সংকট সমাধান করা যায়।

আজকে এই সংকট শুধু আমাদের বাংলাদেশের নয়। সারা বিশ্বেই সৃষ্টি হয়েছে। এজন্য জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, সমালোচকরা যে যাই বলুক সরকার বাজেট দেয় ও বাস্তবায়ন করে দেখায়। এই বাজেট বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আওয়ামী লীগ সেটা বাস্তবায়ন করতে পারবে। আর আমাদের দেশের কিছু লোকের কাজেই হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশীদের কাছে অভিযোগ করে যাওয়া।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়