প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে উদযাপন করা হবে এবারের পরিবেশ দিবস

আগের সংবাদ

নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

ওবায়দুল কাদের

নালিশ করা ছাড়া বিএনপির কাজ নেই

প্রকাশিত: জুন ৪, ২০২৩ , ৪:৩৮ অপরাহ্ণ আপডেট: জুন ৪, ২০২৩ , ৪:৩৮ অপরাহ্ণ

নালিশ করা ছাড়া বিএনপির আর কোনো কাজ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি ‘মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল’ উল্লেখ করেও দলটিকে তুলোধুনো করেন।

রবিবার (৪ জুন) দুপুরে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের স্মরণসভায় এ কথা বলেন তিনি।

নওগাঁ শহরের নওযোয়ান মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে জেলা সদরের সরিষাহাটির মোড়ে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়