ফেসবুকে ভিউ বাড়াতে বিদেশ থেকে গুজব ছড়াচ্ছে একটি গ্রুপ: হারুন অর রশিদ

আগের সংবাদ

আফছারুল আমীনের মৃত্যুতে সংসদে শোক

পরের সংবাদ

ঢাকা টেস্ট: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত: জুন ৪, ২০২৩ , ৬:১০ অপরাহ্ণ আপডেট: জুন ৪, ২০২৩ , ৬:৩৫ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এতে প্রথমবার ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দিপু ও পেসার মুশফিক হাসান। লিটন দাসকে করা হয়েছে অধিনায়ক। দলে ফিরে এসেছেন তাসকিন আহমেদ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ জুন সিরিজটির একমাত্র টেস্টটি খেলবে বাংলাদেশ।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে দল ঘোষণার বিষয়ে বিষয়টি জানানো হয়েছে। এদিকে, টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এই মুহূর্তে ইনজুরিতে আছেন। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টেস্টের সহ-অধিনায়ক লিটন।

অপরদিকে, আফগানদের বিপক্ষে টেস্টে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ওপেনার জাকির হাসান। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করলেও ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি তার।

এছাড়া, দলে নতুন মুখ দু’জন। তারা হলেন- মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দীপু ও পেসার মুশফিক হাসান। এর মধ্যে ২০ বছর বয়সী পেসার মুশফিক ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৯ উইকেট নিয়েছেন। দীপু ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ভালো করেছেন। ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে দুই সেঞ্চুরি ও দশ ফিফটিতে ১২ শতাধিক রান করেছেন।

অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে সেঞ্চুরি করায় ডানহাতি এই ব্যাটারও জাতীয় দলে ফিরেছেন। ফেরানো হয়েছে ইনজুরি কাটিয়ে ওঠা পেসার তাসকিন আহমেদকেও।

বাংলাদেশের টেস্ট দল
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়