বস্তাবন্দি লাশ উদ্ধার

তাড়াশে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

আগের সংবাদ

সিংগাইরে ইয়াবাসহ গ্রেপ্তার পাঁচ

পরের সংবাদ

গত অর্থবছরে বিমান লাভ করেছে ৪৩৬ কোটি টাকা

প্রকাশিত: জুন ৪, ২০২৩ , ৫:১২ অপরাহ্ণ আপডেট: জুন ৪, ২০২৩ , ৫:১২ অপরাহ্ণ

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, বিমান বহরে নতুন বিমান সংযোজনের ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং বিমান গত অর্থ বৎসরে (২০২১-২০২২) সর্বমোট ৪৩৬ কোটি টাকা মুনাফা করেছে।

রবিবার (৪ জুন) জাতীয় সংসদেএমপি কাজিম উদ্দিন আহম্মেদের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ২০২৩ সাল থেকে জাপানের নারিতা অপারেশন শুরু করবে এবং চেন্নাই ও মালে অপারেশন শুরু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, আগামী অর্থ বৎসরে নিউইয়র্ক অপারেশন করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এক্ষেত্রে নতুন রুট পরিচালনার জন্য বিমানের অতিরিক্ত উড়োজাহাজ সংযোজনের প্রয়োজনীয়তা রয়েছে। নতুন উড়োজাহাজ সংযোজনের ফলে নতুন নতুন রুট পরিচালনার মাধ্যমে লাভের ধারা অব্যাহত রাখা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়