×

জাতীয়

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ১২:০০ পিএম

https://www.youtube.com/watch?v=RSyd4UgqgUw

২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে এ পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১ টা পর্যন্ত।

এ ইউনিটে তথা বিজ্ঞান অনুষদে সারা দেশে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আবেদন করেছিল। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো এ ইউনিটে মোট আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫ টি। এ ইউনিটে আসন প্রতি লড়ছে ১৭ জন ভর্তিচ্ছু।

এদিকে গুচ্ছ ভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ ইউনিটের পরীক্ষা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন মোট ৫৬ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের আসন বিন্যাস করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুল কেন্দ্রসহ আটটি উপকেন্দ্রে।

উপকেন্দ্র আটটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বাংলা কলেজ ও গভ: কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স।

পরীক্ষায় মোট ১০০ নম্বরের পরীক্ষায় প্রতি প্রশ্নের সঠিক উত্তরে নম্বর থাকবে এক, প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে দশমিক ২৫ নম্বর।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদের ডিন খন্দকার মনিরুজ্জামান বলেন, আমরা সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছি। কোনো গ্যাপ রাখিনি কোথাও। আশা করি শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

সার্বিক বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আজই শেষ পরীক্ষা। সকল কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App