×

সারাদেশ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০৫:৪৮ পিএম

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত

শনিবার বিকেলে কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সিএনজি। এ ঘটনায় বাবা ও ছেলে নিহত হন। ছবি: সংগৃহীত

কুমিল্লার বিজয়পুর রেলগেটে ঢাকাগামী আন্তঃনগর-মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিতে থাকা দুজন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (৩ জুন) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা পরস্পর বাবা ও ছেলে।

নিহতদের পরিচয়- কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি পাকামুড়া এলাকা আবদুল লতিফের ছেলে সোহাগ (৩৪) ও তার ছেলে সিএনজিচালক সোহেল (১৪)।

দুর্ঘটনার বিবরণ দিয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বলেন, বিজয়পুর বাজারের রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় সিএনজি। পরে ট্রেনে আটকে আরো আধা কিলোমিটার ছেঁচড়ে যায়। এর ফলে সিএনজিতে থাকা বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান। তাদের মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানায় রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App