×

জাতীয়

আগষ্টের মধ্যেই গুচ্ছের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০২:২১ পিএম

আগষ্টের মধ্যেই গুচ্ছের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু

ছবি: সংগৃহীত

আগষ্টের মধ্যেই গুচ্ছের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু

ছবি: ভোরের কাগজ

জুলাইয়ের মধ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রম শেষে আগষ্টের মধ্যেই ক্লাস শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

শনিবার (৩ জুন) গুচ্ছের এ ইউনিটের পরীক্ষা শেষে সাংবাদিকদের আলাপকালে এ কথা বলেন তিনি।

উপাচার্য আরও বলেন, আমরা খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষা সমাপ্ত করতে পেরেছি। ইতিমধ্যে দুইটি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তিন দিনের ভিতরেই আমরা এ ইউনিটের ফলাফল প্রকাশ করব। জুলাইয়ের ভিতরেই আমরা ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম শেষ করে আগস্টের ভিতরেই আমরা ক্লাস শুরু করব।

এসময় উপাচার্য আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে পূর্বে যেসব অসংগতি ছিল এই বছর তা নেই। আশা করি বাকি কার্যক্রমগুলোও সুষ্ঠুভাবে শেষ করতে পারব। আগষ্টের মধ্যে ক্লাস শুরু করে করোনা কালীন যে সেশনজট সৃষ্টি হয়েছে তা আমরা অন্তত ছয় মাস কমিয়ে আনতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App