সকালের নিউজ ফ্ল্যাশ

আগের সংবাদ

বাঁশখালীতে পকেট ভারি হচ্ছে জনপ্রতিনিধির

পরের সংবাদ

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত ৩

প্রকাশিত: জুন ৩, ২০২৩ , ১১:৩১ পূর্বাহ্ণ আপডেট: জুন ৩, ২০২৩ , ১১:৩১ পূর্বাহ্ণ

লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা কবি বাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত ও সাত জন আহত হয়েছেন।

শুক্রবার (২ জুন) রাত ১০টার দিকে লালমনিরহাট ও বুড়িমারী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার বেলতলী গ্রামের আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)। তবে নিহত আরেক জনের নাম পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার পরিদর্শক হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে রংপুর থেকে একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকায় একটি মালবাহী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন। তবে সিএনজিতে থাকা নারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। পরে আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় সেখানে মুন্নি বেগম নিহত হন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় চারজনকে রংপুর ও কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়