এমসিসিআই পিআরআই এর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন শুরু

আগের সংবাদ

রেল দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মমতা

পরের সংবাদ

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা

বলিউড তারকাদের শোক প্রকাশ

প্রকাশিত: জুন ৩, ২০২৩ , ২:৩৫ অপরাহ্ণ আপডেট: জুন ৩, ২০২৩ , ২:৩৫ অপরাহ্ণ

ভারতের উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় শোকাহত ভারতবাসী। শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮০ জন।

আজ শনিবার সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন বলিউডের ভাইজান সালমান খান। এ নিয়ে টুইটারে তিনি লেখেন, দুর্ঘটনার কথা শুনে মর্মাহত। মৃতদের আত্মার শান্তি দিন ঈশ্বর, আহত ও নিহতদের পরিবারকে রক্ষা করুন ও শক্তি দিন তিনি।

দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমারও। লিখেছেন, উড়িষ্যার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ছবিগুলো হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদন রইল। ওম শান্তি। দুর্ঘটনার ছবি পোস্ট করে শোক প্রকাশ করেন সোনু সুদও।

শোকস্তব্ধ রণদীপ হুডা। লেখেন, মর্মান্তিক দুর্ঘটনা! যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং পরিবারের প্রতি আরও শক্তি রইল এই সময়টা পার করার জন্য।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়