খাগড়াছড়ির পানছড়ির লোগাং সীমান্তে ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক্টর আটক করেছে ৩ বিজিবি লোগাং জোন।
শুক্রবার (২ জুন) দিবাগত রাতে দুদুকছড়া এলাকা হতে লোগাং বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ধনঞ্জয় কুমারের নেতৃত্বে ট্রাক্টরসহ ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ চালক, হেলপারসহ চারজনকে আটক করে।
বিজিবি সূত্র জানায়, শনিবার আটককৃত ট্রাক্টর চালক পানছড়ি উপজেলার দমদম গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে আবুল খায়ের (৪৫), ট্রাক্টর হেলপার মোল্লাপাড়া গ্রামের শহিদ দেওয়ানের ছেলে মো. জসিম (৩০) ও ইব্রাহিমের ছেলে বাবুল মিয়া (৪০) এবং মধ্যনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. রাকিব (২২)। পরে ভারতীয় অবৈধ চিনি, মাহিন্দ্র ট্রাক্টর এবং আসামিমীদেরকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের মামলার মাধ্যমে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।
৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি বলেন, সীমান্ত চোরাচালান রোধে বাংলাদেশ বর্ডার গার্ড সর্বদাই সচেতন। সকল চোরাচালান বন্ধে ৩ বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।