ছড়িয়ে আছে দেহের স্তূপ, উপড়ে গিয়েছে রেললাইন

আগের সংবাদ

তাইওয়ান-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক চুক্তি, চীনের হুশিয়ারি

পরের সংবাদ

ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত: জুন ৩, ২০২৩ , ১০:৫০ পূর্বাহ্ণ আপডেট: জুন ৩, ২০২৩ , ১০:৫৭ পূর্বাহ্ণ

রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে ঢাকা মেডিকেলের মর্গে মরদেহ পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সকাল আটটার দিকে লেকে মরদেহ পড়ে থাকার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত কিশোরের নামপরিচয় এখনো জানা যায়নি।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ধানমন্ডি ৭ নম্বর রোডের শেষ মাথায় বাইতুল আমান জামে মসজিদের সংলগ্ন লেক থেকে পানিতে ভাসমান ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। তার নাম পরিচয় কিছুই জানা যায়নি

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ওই কিশোর লেকে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। সেখান থেকে আর উঠতে পারেনি। পরবর্তীতে লাশ ভেসে উঠলে দেখতে পেয়ে লোকজন থানায় খবর দেয়। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়