টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাবেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।
ওয়ার্নার বলেন, আপনাকে রান করার মধ্যেই থাকতে হবে। আমি সবসময় বলে এসেছি ২০২৪ বিশ্বকাপেই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে। এমনটাই সম্ভবত নিজের এবং পরিবারের কাছে আমার পাওনা। আমি যদি এখানে রান করতে পারি এবং অস্ট্রেলিয়ায় ভালো খেলি, তাহলে আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আর খেলব না।
আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলকে ভালো শুরু এনে দেয়ার দায়িত্বটা ওয়ার্নারের কাঁধেই থাকবে। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক তিনি। আপাতত এই ম্যাচেই চোখ তার। তবে আসন্ন অ্যাশেজ এবং পাকিস্তান সিরিজ শেষেই সাদা পোশাকের ক্যারিয়ারকে বিদায় বলবেন ওয়ার্নার।
তিনি বলেন, যদি এখানে ভালো খেলি (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজ) এবং পাকিস্তান সিরিজে খেলতে পারি, তাহলে অবশ্যই আমি সেখানে শেষ করব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।