প্রতীক পেয়েই মাঠে প্রার্থীরা

আগের সংবাদ

নগরবাসীকে স্মার্ট সিলেট উপহার দেব

পরের সংবাদ

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রকাশিত: জুন ৩, ২০২৩ , ৯:৫৪ পূর্বাহ্ণ আপডেট: জুন ৩, ২০২৩ , ১০:২২ পূর্বাহ্ণ

ভারতের ওড়িশার বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এরকম পরিস্থিতিতে ওই ট্রেনে বাংলাদেশি যাত্রীও ছিলেন। এদিকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ দূতাবাস হোয়াটসআপে একটি হটলাইন নাম্বার (0091 9038353533) চালু করেছে।

উপদূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনা কবলিত করমন্ডল এক্সপ্রেসে বাংলাদেশিরা চিকিৎসা প্রার্থীরা চেন্নাই যান। ট্রেনটি দুর্ঘটনা কবলিত হওয়ায় পর রেল কর্তৃপক্ষ ও ওড়িশ‍্যা রাজ‍্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস। বাংলাদেশি যাত্রী থাকলে তারা যেন ওই হটলাইনে যোগাযোগ করে।

ছবি: ভোরের কাগজ

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩। আহত ৯০০ জনেরও বেশি। অন্যদিকে, ওড়িশার দমকল বাহিনীর ডিরেক্টর জেনারেল সুধাংশু ষড়ঙ্গী জানিয়েছেন, শনিবার ভোর পর্যন্ত অন্তত ১২০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা, উদ্ধারকাজ যত এগোবে, নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে অনেক যাত্রী আটকে রয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। গভীর রাতে ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে। নামানো হয়েছে সেনাবাহিনীকেও। দুর্ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ রেলের পদস্থ অফিসারেরা। রেল উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। তবে রেলের দাবি, শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ৮৮। আহত ৬০০ জনেরও বেশি।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়