২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন শুরু করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হয় ( এমসিসিআই)।
শনিবার (৩ জুন) বেলা ১২টায় মতিঝিল এমসিসিআই কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এমসিসিআই এর সাথে পলিসি রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়া উপস্থিত আছেন এমসিসিআই পরিচালক মোঃ. আদিব এ খান, পিআরআই চেয়ারম্যান ড. জাহিদি সাত্তার, ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ প্রমুখ।
গত বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করেছে ৬ শতাংশ। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ঠিক করেছে সাড়ে ৭ শতাংশ। প্রস্তাবে বাজেটের আয়-ব্যয়ের বিশাল ঘাটতি পূরণে যে ছক এঁকেছে তা তুলে ধরেন অর্থমন্ত্রী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।