×

সাহিত্য

‘পূর্ব বাংলার কবি সৈয়দ আলী আহসান’ শীর্ষক সাহিত্য সেমিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০৬:০৯ পিএম

‘পূর্ব বাংলার কবি সৈয়দ আলী আহসান’ শীর্ষক সাহিত্য সেমিনার

মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন কলমের সৈনিক সংসদের আয়োজনে ‘পূর্ব বাংলার কবি সৈয়দ আলী আহসান’ শীর্ষক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জুন) সকালে কলমের সৈনিক বিদ্যানিকেতন মিলনায়তনে এই সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়।

কলমের সৈনিক সংসদের সেক্রেটারী জেনারেল সাংবাদিক ও কবি মুরাদ হোসেনের সঞ্চালনায় আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য দেন কলমের সৈনিক সংসদের প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক মহম্মদপুর বার্তা’র সম্পাদক, বিশিষ্ট নাট্যকার ও এমফিল গবেষক কবি সালাহউদদীন আহমেদ মিলটন।

এরপরে প্রবন্ধটি উপস্থাপন করেন প্রবন্ধাকার সহকারী অধ্যাপক এসএম ইউনুচ আলী ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মুহাম্মদ মতিউর রহমান।

কলমের সৈনিক সংসদের সাহিত্য সম্পাদক সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে আরো আলোচনা করেন সংসদের উপদেষ্টা মো. জিয়াউল হক বাচ্চু, উপদেষ্টা ও অরসরপ্রাপ্ত শিক্ষক কবি শেখ রেজাউল হক রিজু, বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিজামউদ্দীন, প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমান, প্রধান শিক্ষক মো. ফরিদ আহম্মেদ, উপজেলা সমবায় কর্মকর্তা কবি নুরে আলম সিদ্দিকী, সহকারিী অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক শরীফ মাহাবুবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, কবি ও কথাসাহিত্যিক মো. শহিদুজ্জামান, কবি রমেস চন্দ্র বিশ্বাস, কবি রহমান তৈয়েব ও কবি মতিউর রহমান।

অনুষ্ঠাননের সার্বিক সহযোগিতায় ছিলেন কবি লতিফুল খবির, সাপ্তাহিক মহম্মদপুর বার্তার স্টাফ রিপোর্টার মো. খাইরুল ইসলাম ও সাংবাদিক শফিকুল ইসলাম দুখু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App