×

সারাদেশ

আলফাডাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকতার গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০৫:০৮ পিএম

আলফাডাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকতার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রায় এক যুগ আগে আলোচিত শহিদুল ইসলাম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইকতার মোল্লাকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১ জুন) রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত ইকতার মোল্লা আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের কোনাগ্রামের মৃত আকরাম মোল্লার ছেলে।

জানা যায়, নিহত মো. শহিদুল ইসলাম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলঝুড়ি গ্রামে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১২ সালের ২৭ জুলাই বিকালে মোটরসাইকেল নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হলে ওই দিন রাতে দুর্বৃত্তরা শহিদুলকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। পরে তাকে কোনাগ্রাম এলাকার রাস্তা সংলগ্ন পাটক্ষেতে রেখে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

ওই ঘটনায় নিহত শহিদুলের চাচা মো. আাক্কাস শেখ বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে ২০১২ সালে ২৮ জুলাই আলফাডাঙ্গা থানায় মামলা করেন।

পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত আটককৃত ইকতার মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App