পদ্মায় নিখোঁজ দুই বিশ্ববিদ্যালয়ছাত্রের একজনের মরদেহ উদ্ধার

আগের সংবাদ

এরদোগানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তুরস্কে রাষ্ট্রপতি

পরের সংবাদ

সাড়া জাগানো দুই নাটক নিয়ে ম্যাড থেটারের গৌহাটি যাত্রা

প্রকাশিত: জুন ২, ২০২৩ , ৭:০৮ অপরাহ্ণ আপডেট: জুন ২, ২০২৩ , ৭:০৮ অপরাহ্ণ

এ সময়ের সাড়া জাগানো দুটি নাটক নিয়ে ম্যাড থেটার ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটি যাচ্ছে। নাটক দুটি হলো এ সময়ের আলোচিত প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ ও ‘অ্যানা ফ্রাঙ্ক’। দুটি নাটকই ঐতিহাসিক চরিত্র নির্ভর। রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর আর্জেন্টিনার স্মৃতি নিয়ে রচিত নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুদ্ধের ভয়াবহতা, দুঃস্বপ্ন ও মানবিক বিপর্যয়কে ডায়েরির পাতায় তুলে এনে বিশ্বকে চমকে দেয়া কিশোরীর আত্মগোপনে থাকা দিনগুলির বিভীষিকাময় আত্মকথার নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। আগামী ৩ মে, শনিবার, গৌহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র মিলনায়তনে মঞ্চস্থ হবে দুটি নাটকের পর পর দুটি প্রদর্শনী। দুটি নাটকেরই রচয়িতা ম্যাড থেটারের দলপ্রধান আসাদুল ইসলাম।

তার মতে, করোনা-উত্তর পৃথিবী এখন যুদ্ধবিধ্বস্ত বিপর্যস্ত এবং বিয়োগান্ত ব্যথায় কাতর। অশান্ত পৃথিবীর মানুষের মনে অশান্তির বীজ আর বিষ। অশান্তি থেকে মানুষকে মানবিক প্রেমে ও সম্পর্কের বাঁধনে সম্মোহিত করতে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ ও ‘অ্যানা ফ্রাঙ্ক’ নাটক দুটি অনিবার্যভাবে প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়। ম্যাড থেটারের প্রযোজনা দুইটি গৌহাটির দর্শকদের মন নিশ্চিতভাবে জয় করে নেবে। এর আগে ‘নদ্দিউ নতিম’ নাটকটি নিয়ে ম্যাড থেটার দু’বার গৌহাটি সফর করেছে। গৌহাটিতে এবার ম্যাড থেটারের তৃতীয় সফর।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়